• সোমবার, ২০ মে ২০২৪, ০৪:১৮ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
ক্যাম্পে এক নারীর মৃত্যুতে র‌্যাব কর্মকর্তা প্রত্যাহার কিশোরগঞ্জে ভোক্তা অধিকার আইন বাস্তবায়নে সেমিনার ঐতিহ্যবাহী লাঠিখেলার এখন চলছে দুর্দিন র‌্যাবের হেফাজতে নারীর মৃত্যু সুরতহাল কেউ জানাচ্ছেন না ভৈরব রফিকুল ইসলাম মহিলা কলেজ রোভার গ্রুপ বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন কিশোরগঞ্জে পুকুর রক্ষার দাবিতে মহিলা পরিষদ মানববন্ধন করেছে আস্থা-৯৩ ফাউন্ডেশনের হুইল চেয়ার বিতরণ ভৈরবে র‌্যাব ক্যাম্পে নারীর মৃত্যু নিয়ে ধোঁয়াশা যেন কাটছে না, থানায় অপমৃত্যু মামলা নবীনগরে ডা. শাহ আলম ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ভৈরবে মেঘনা লাইফের মৃত্যুদাবির চেক প্রদান

কুলিয়ারচর থানা পুলিশের উদ্যোগে কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপারের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত

# মুহাম্মদ কাইসার হামিদ :-

“দক্ষ পুলিশ সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এ স্লোগানকে সামনে রেখে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ, বিপিএম (বার) কে বদলীজনিত বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে।
৭ আগস্ট রোববার বাদ এশা কুলিয়ারচর থানা পুলিশের উদ্যোগে এক ঝাঁকজমক অনুষ্ঠানের আয়োজন করে ফুলের তোড়া ও ক্রেস্ট দিয়ে তাকে এ সংবর্ধনা দেওয়া হয়।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কুলিয়ারচর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ইয়াছির মিয়া, ভৈরব সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার রেজওয়ান দিপু, কুলিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম লুনা, কুলিয়ারচর পৌর মেয়র সৈয়দ হাসান সারওয়ার মহসিন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. জিল্লুর রহমান, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান সৈয়দ নূরে আলম, কুলিয়ারচর থানার ওসি (তদন্ত) মো. লুৎফর রহমান, বীরমুক্তিযোদ্ধা মো. বজলুর রহমান, কুলিয়ারচর সরকারি কলেজের অবসরপ্রাপ্ত প্রিন্সিপাল মো. ইদ্রিস মিয়া, গোবরিয়া আব্দুল্লাহপুর ইউপি চেয়ারম্যান মো. এনামুল হক আবু বক্কর, রামদী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো. আলাল উদ্দিন, উছমানপুর ইউপি চেয়ারম্যান মো. নিজাম ক্বারী, ছয়সূতী ইউপি চেয়ারম্যান মো. ইকবাল হোসেন, সালুয়া ইউপি চেয়ারম্যান মোহাম্মদ কাইয়ুম, ফরিদপুর ইউপি চেয়ারম্যান এস.এম আজিজ উল্ল্যাহ, জামিয়া আরাবিয়া নূরুল উলূম কুলিয়ারচর মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি আব্দুল কাইয়ুম খান, কুলিয়ারচর উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি সৈয়দা নাছিমা আক্তার চায়না, সাধারণ সম্পাদক মোছা. লিপি আক্তার, কুলিয়ারচর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ মো. ফজলুল রহমান, গোবরিয়া আব্দুল্লাহপুর ইউপি সাবেক চেয়ারম্যান মো. আব্বাস উদ্দিন, ছয়সূতী ইউপি সাবেক চেয়ারম্যান মীর মো. মিছবাহুল ইসলাম, কুলিয়ারচর থানার পেশ ইমাম মাওলানা আক্তার হোসেন প্রমুখ।
এ সময় বক্তারা বিদায়ী প্রধান অতিথি কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) এর কর্মময় জীবনের উপর আলোচনা করে ভারাক্রান্ত হৃদয়ে বিদায় সংবর্ধনা দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *